kalerkantho


আজ থেকে স্টার সিনেপ্লেক্সে ‘অজ্ঞাতনামা’

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫১আজ থেকে স্টার সিনেপ্লেক্সে ‘অজ্ঞাতনামা’

তৌকির আহমেদের ছবি 'অজ্ঞাতনামা' গত সপ্তাহে মুক্তির পর দর্শকদের বিপুল প্রশংসা অর্জন করে। সেই সঙ্গে বেড়েছে দর্শক চাহিদা। এই চাহিদার কথা মাথায় রেখেই আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে ছবিটি।

ব্যতিক্রম ধারার ছবি নির্মাণ করে অনেক আগেই সুনাম অর্জন করেছেন অভিনেতা তৌকির। এবার দেশের বিভিন্ন জেলার অনেক দর্শক 'অজ্ঞাতনামা' না দেখতে পারার আক্ষেপ জানিয়েছেন সোশাল সাইটে। সেই চাহিদার জন্যই স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি দেওয়া হলো। সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করছেন মোশারফ করিম, নিপুণ, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, শহিদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান প্রমুখ। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকির আহমেদ।


মন্তব্য