kalerkantho


তরুণীর হাতে শ্লীলতাহানির শিকার পপ গায়িকা!

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:১৬তরুণীর হাতে শ্লীলতাহানির শিকার পপ গায়িকা!

এর আগেও অনেকবারই আলোচনায় এসেছেন মার্কিন পপ গায়িকা ও তারকা অভিনেত্রী সেলেনা গোমেজ। তবে এবারের বিষয়টা ভিন্ন বটে। তার সঙ্গে এমন ঘটনা ঘটবে হয়তো কেউই ভাবেননি।
অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এক নারী ভক্তের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন এই তারকা। এতে অনেকটা হতাশ হয়েছেন তিনি।
জিনিউজ বলছে, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। সেলেনা গোমেজের লাইভ কনসার্ট। পপ তারকা সেলেনাকে লাইভ শুনতে উপচে পড়েছে ভিড়।
এর মধ্যেই এক ভক্তের অভব্য আচরণে বিরক্ত এবং কিছুটা অবাকই হয়েছেন পপ তারকা সেলেনা গোমেজ। অভিযোগ ওই অপরিচিত ফ্যান তার শ্লীলতাহানি করেছেন।
অস্ট্রেলিয়ার এক দৈনিকে এই খবর প্রকাশিত হতেই শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি তদন্তও শুরু করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। তবে অভিযুক্ত তরুণীকে এখনও পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।
সেলেনা গোমেজের কনসার্ট আয়োজনকারী সংস্থা বলছে, গোমেজের শ্লীলতাহানিতে অভিযুক্ত ভক্ত একজন মেয়ে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। 


মন্তব্য