kalerkantho


বিয়ের জন্য তৈরি লেহেঙ্গায় শেষযাত্রা প্রত্যুষার

কালের কণ্ঠ অনলাইন   

৩ এপ্রিল, ২০১৬ ১২:৪১বিয়ের জন্য তৈরি লেহেঙ্গায় শেষযাত্রা প্রত্যুষার

গত শনিবার ময়নাতদন্তের পর মুম্বাইতে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হলো। সেখানে হাজির ছিলেন নায়িকার মা-বাবা, আত্মীয় ও বন্ধুরা। আগামী কয়েক মাসের মধ্যেই বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিলেন প্রত্যুষা। সে কারণে ডিজাইনার রোহিত বর্মাকে বিয়ের লেহেঙ্গা তৈরির অর্ডার দেন তিনি। ২২ মার্চ রোহিত সেই লেহেঙ্গা তৈরি করে পাঠিয়ে দেন। কিন্তু লেহেঙ্গার সাজে আর বিয়ের পিঁড়িতে বসা হলো না তাঁর। তাই শেষযাত্রায় প্রত্যুষার গায়ে জড়িয়ে দেওয়া হলো সেই বিয়ের পোশাক।


মন্তব্য