kalerkantho


সেটে ল্যাঙ্গোট পরে বজরঙ্গী ভাইজান!

কালের কণ্ঠ অনলাইন   

৩ এপ্রিল, ২০১৬ ০২:৫৬সেটে ল্যাঙ্গোট পরে বজরঙ্গী ভাইজান!

একী!! ল্যাঙ্গোট পরে বজরঙ্গী ভাইজান!! হ্যাঁ, ঠিকই দেখছেন। ‘সুলতান’-এর সেটে ল্যাঙ্গোট পরে দেখা গেল সালমান খানকে। আখড়ার কুস্তিগীরদের চেহারায়। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ফাঁস করেছে সালমানেরই এক ফ্যান ক্লাব। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, একটি কালো অন্তর্বাস ছাড়া কোনও পোশাকই শরীরে নেই সালমানের।

প্রসঙ্গত, আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে হরিয়ানার এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সালমান। সেই জন্য জিমে গিয়ে বহু কসরত করেছেন তিনি। তাঁর শরীরী জাদুতে শুধু অনুরাগীরাই নন, মুগ্ধ সাধারণ দর্শকও। জানা গেছে, একটি কুস্তির রিং-এর দৃশ্যের শ্যুটিংয়ের জন্যই এই বেশে দাবাং খান।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য