kalerkantho


মোগলির বিখ্যাত গান

কালের কণ্ঠ অনলাইন   

৩ এপ্রিল, ২০১৬ ০১:৩৫মোগলির বিখ্যাত গান

‌মোগলি, জাঙ্গল বুক, নামগুলোতে জাপটে রয়েছে এক প্রজন্মের শৈশবের স্মৃতি। স্কুল থেকে ফিরে টিভি খুলে বসে যাওয়া। সব ভুলে বোকা বাক্সে চোখ। মোগলির দুঃসাহসিক অভিযান মুগ্ধ চোখে দেখে যাওয়া। সেই স্মৃতিই ফেরাচ্ছে ডিজনি। এক্কেবারে নতুন হয়ে ফিরছে মোগলি। সঙ্গে মোগলির বিখ্যাত গান ‌‘‌জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়, পাতা চলা হ্যায়/‌ চাড্ডি পহন কে ফুল খিলা হ্যায়, ফুল খিলা হ্যায়’‌। ভারতে ছবিটি মুক্তি পাচ্ছে ৮ এপ্রিল, তবে ইউ টিউব মারফত গান ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটারে। বিশাল ভরদ্বাজ ও গুলজারের জুটি যে গান তৈরি করেছিল বেশ কয়েকবছর আগে, সেই গানই ফিরছে নতুন রূপে। আর  প্রতি সেকেন্ডে উস্কে দিচ্ছে শৈশবের স্মৃতি। ডিজনি প্রযোজিত এই ছবিতে গলা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ইরফান খান, নানা পাটেকর, ফ্রিডা পিন্টো আর ১০ বছরের নীল অভিনয় করেছে মোগলির ভুমিকায়।

সূত্র: আজকাল


মন্তব্য