kalerkantho


মধ্যরাতে আমিরের বাড়িতে সানি লিওন

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ২২:১৬মধ্যরাতে আমিরের বাড়িতে সানি লিওন

হঠাৎ মাঝরাতে আমিরের বাড়ির সামনে দাঁড়াল একটি গাড়ি। নেমে এলেন সানি।

সোজা চলে গেলে বাড়ির ভেতরে। অন্য কোনও কারণ নয়, সম্প্রতি নিজের বাড়িতে এক জলসার আয়োজন করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। সেখানে নিমন্ত্রিত ছিলেন লিওন।
তবে শুধু একা বেবিডল নয়। অতিথির তালিকায় ছিলেন স্বামী ড্যানিয়েল ও সানির ভাইও। আমিরের নেমন্তন্ন পেয়ে বেজায় খুশি লিওন। প্রথম সাক্ষাৎকারে আমিরের সঙ্গে ছবি করার ইচ্ছাও প্রকাশ করেন নায়িকা।
কিছুদিন আগে সানির সঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করেছেন আমির খান। অনেকে মনে করছেন এই সাক্ষাতের পিছনে হতে পারে লিওন-আমির জুটির কোন খবর।
আপাতত ‘রইস’ ছবিতে শাহরুখের সঙ্গে একটি আইটেম নম্বর করতে দেখা যাবে লিওনকে।


মন্তব্য