kalerkantho


সিক্যুয়াল জোয়ারে পিকু!

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১৮:৫৯সিক্যুয়াল জোয়ারে পিকু!

ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কারের তকমা। সহজ প্রশ্ন! তাহলে খুব শীঘ্রই তৈরি হতে চলেছে ‘পিকু-২’? হয়ত না। কিংবা কোনও সময় গল্প মাথায় চলে এলে তৈরি হতেই পারে ‘পিকু’ সিক্যুয়াল। সুতরাং বুঝতেই পারছেন উত্তরাটা ঠিক ততটা সোজা নয়। পরিচালকের হ্যাঁ-না- দুইয়ের মাঝে এখন ঝুলছে ‘পিকু-২’।
প্রবাসী বাঙালির হাত ধরে ‘পিকু’ দাঁড় করিয়ে দিয়েছিল ফেলে আসা নিকোন উঠানের সামনে। তবে এবার প্রশ্ন উঠছে একটা। এবারও কি সুজিতের ক্যামেরায় বন্দি হবে বাঙালি-আনার গল্প। উত্তর অজানা। তাই অপেক্ষা শুধু সময়ের।
আপাতত ‘পিঙ্ক’ প্রযোজনায় ব্যস্ত পরিচালক সুজিত। ছবির প্রেক্ষাপট থ্রিলার। আইনজীবীর চরিত্রে এখানে অভিনয় করতে দেখা যাবে বিগ-বিকে।


মন্তব্য