kalerkantho


শাহরুখের দুর্দান্ত স্টান্ট!

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১৩:২৬শাহরুখের দুর্দান্ত স্টান্ট!

এর আগে যে তিনি আকাশে-বাতাসে ভেসে থাকেননি, তা নয়! তবে, সে সব তো হয় কম্পিউটার গ্রাফিক্স, নয় পিঠে বাঁধা তারের সাহায্যে। মনে করে দেখুন ‘রা ওয়ান’!

এবার অবশ্য আর তার-টার নয়। নয় কম্পিউটার গ্রাফিক্সও। স্রেফ অ্যাকশন স্টান্টকে তুখোড় করে তুলতে একটা ঘরের ভিতর ভেসে থাকতে দেখা গেল শাহরুখ খানকে। হাতে একটা রাইফেল। বলাই বাহুল্য, তা থেকে ছুটে আসবে একের পর এক গুলি। নায়কের মতো তারাও ভাসবে বাতাসে। সম্প্রতি ‘রইসে’র শুটিংয়ের এক অ্যাকশন স্টান্ট সে রকমই ছবি তুলে ধরল চোখের সামনে।


মন্তব্য