kalerkantho


বক্স অফিসে শীর্ষ অবস্থানে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ২১:২১বক্স অফিসে শীর্ষ অবস্থানে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’

ব্যাপক নেতিবাচক পর্যালোচনা সত্ত্বেও রিলিজের পরপরই বক্স অফিস মাতালো ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ সিনেমাটি।
সোমবারের উপাত্ত থেকে জানা গেছে প্রথম সপ্তাহেই ১৬ কোটি ৬০ লাখ ডলার আয় করে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ বক্স অফিসে শীর্ষ অবস্থানে রয়েছে।
হলিউড জার্নাল ভ্যারাইটিতে বলা হয়েছে, এটি মার্চের এবং ইস্টার সপ্তাহের সবচেয়ে সেরা ছবি। এমনকি সর্বকালের মধ্যে সেরা ওপেনিং হিসেবে সপ্তম অবস্থানে রয়েছে।
মুভিটিতে ব্যাটম্যানের ভূমিকায় বেন অ্যাফলেক ও সুপারম্যানের ভূমিকায় হেনরি ক্যাভিল অভিনয় করেন।
‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ নিয়ে ব্যাপক নেতিবাচক পর্যালোচনা হয়। তা সত্ত্বেও এটি অ্যানিমেটেড ডিজনি ফিল্ম ‘জুটোপিয়া’কে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে চলে গেছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত জুটোপিয়ার আয় ২কোটি ৪০ লাখ ডলার। পুরো চার সপ্তাহে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৪ কোটি ১৪ লাখ ডলারে।
বক্স অফিসে তৃতীয় অবস্থানে রয়েছে ‘মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং টু’। উদ্বোধনী সপ্তাহে এর আয় এক কোটি ৫৯ লাখ ডলার।
চলতি সপ্তাহে বক্স অফিসে চতুর্থ অবস্থানে রয়েছে ‘মিরাকল্স ফ্রম হেভেন’ মুভিটি। এটির আয় ৯৭ লাখ ডলার।


মন্তব্য