kalerkantho


ক্ষেপে গিয়ে রেডিও জকিকে চড় মারলেন অর্জুন!

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ১৯:৪১ক্ষেপে গিয়ে রেডিও জকিকে চড় মারলেন অর্জুন!

অবিশ্বাস্য হলেও খবরটা সত্যি। ঘটনার ভিডিও ফুটেজও সেই কথাই বলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রেডিও জকিকে চড় মারলেন অর্জুন কপূর! কিন্তু কেন?

জানা গেছে, নিজের পরবর্তী ফিল্ম ‘কি অ্যান্ড কা’-এর প্রচারে মুম্বাইয়ে একটি রেডিও চ্যানেলের স্টুডিওতে যান অর্জুন। নির্ধারিত সময়েই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রেডিও জকির একটা প্রশ্নে আচমকাই মেজাজ হারান তিনি। আর তার পরই ওই রেডিও জকিকে চড় কষিয়ে দেন অর্জুন। তবে এখানেই থেমে থাকেননি তিনি। স্টুডিও এবং তার বাইরে উপস্থিত সকলকে তাঁদের ক্যামেরা বন্ধ করতে বলেন তিনি। এক টানে স্টুডিওতে বসানো ক্যামেরা খুলে ফেলতেও দেখা যায় তাঁকে। কিন্তু, কোন প্রশ্নে হঠাত্ এতটা চটলেন অর্জুন কপূর!

কিন্তু তার আগে একটা কথা না বললে বোধহয় কিছুই বলা হয় না। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, এই পুরো ব্যাপারটাই নাকি পাবলিসিটি স্টান্ট। ছবির প্রচারের জন্যই নাকি টিম ‘কি অ্যান্ড কা’ এবং ওই রেডিও চ্যানেলের এই ‘মিলি ভগত্’। ছবির এমন অদ্ভুত প্রচারের কারণ কী? অর্জুন-কারিনার এই ছবিটি মুক্তি পাচ্ছে ১ এপ্রিল। তাই ভক্তদের এই সুযোগে আগাম ‘এপ্রিল ফুল’ বানাতেই নাকি এই আয়োজন।


মন্তব্য