kalerkantho


৩০ এপ্রিল বিপাশার বিয়ে!

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ১৫:২৯৩০ এপ্রিল বিপাশার বিয়ে!

সকল জল্পনার অবসান। আগামী ৩০ এপ্রিলই নাকি গাঁটছড়া বাঁধছেন বিপাশা বসু এবং করণ সিংহ গ্রোভার। অন্তত মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যমের তেমনটাই দাবি।

‘অ্যালোন’-এর সেটে দেখা হয়েছিল এই জুটির। বাকিটা ইতিহাস। বেশ কয়েক বছর প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসবেন বিপাশা। শোনা যাচ্ছিল, করণ ডিভোর্স না পাওয়ায় পিছিয়ে যাচ্ছিল তাঁদের বিয়ের দিন। সে বাধাও কেটেছে সম্প্রতি।

তবে এর মধ্যে জন্মদিন পালন হোক বা ছুটি কাটানো- এক সঙ্গে বহু সময় কাটিয়েছেন বিপাশা-করণ। দেশের বাইরে প্রি-ম্যারেজ হনিমুনও সেরে এসেছেন। কিন্তু এখনও পর্যন্ত সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। দিন কয়েক আগে বিপাশা কর্ণের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর তারপরই ঘনিষ্ঠ মহলে বিয়ের দিন ঘোষণা করেন কর্ণের মা। সেখান থেকেই এই খবর ছড়ায়। এখন বিপাশার মুখ খোলার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।


মন্তব্য