kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


কিরীটী নিয়ে মুখ খুললেন অরুণিমা

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ১৫:১৩কিরীটী নিয়ে মুখ খুললেন অরুণিমা

থ্রিলার ছবি বরাবরই ভালোবাসেন টলিউড অভিনেত্রী অরুণিমা ঘোষ। আর এবার নিজে অভিনয় করছেন থ্রিলার ছবিতে। ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি।

নীহাররঞ্জন গুপ্তের গল্প অবলম্বনে কিরীটী বানাচ্ছেন কলকাতার পরিচালক অনিন্দ্য বিকাশ দত্ত। সেখানেই কিরীটীর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অরুণিমা। আজ এক অনুষ্ঠানে এসে নিজের আসন্ন ছবি নিয়ে দু-চার কথা বললেন তিনি। জানালেন, ছবিতে তাঁর চরিত্রের নাম কৃষ্ণা মেহতা। যিনি একজন পার্সি। অথচ বাংলায় সাবলীল। পাশাপাশি জানান, এই প্রথম তিনি কাজ করছেন ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে। ফলে সবমিলিয়ে রীতিমতো আপ্লুত তিনি। কিরীটীতে তাঁর চরিত্রটি দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদী তিনি।  


মন্তব্য