kalerkantho


আরো ভয় দেখাতে হাজির হল ভুতুড়ে ছবি 'দ্য কনজিউরিং ২'

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ২২:৩৩আরো ভয় দেখাতে হাজির হল ভুতুড়ে ছবি 'দ্য কনজিউরিং ২'

অনেকেই বলে থাকেন, এখনো পর্যন্ত সেরা ভুতুড়ে ছবি হিসেবে 'দ্য এক্সরসিস্ট'-কে গুণে গুণে গোল দিয়েছিল 'দ্য কনজিউরিং'! 'দ্য কনজিউরিং' দেখে অনেকেই এত ভয় পেয়েছিলেন যে ছবির নামটাও পারতপক্ষে মনে করতে চান না!
এবার বরং তাহলে ভয়টা কাটিয়েই ফেলুন! কেন না, 'দ্য কনজিউরিং' এমন কিছু ভয়ের ছবি না কি ছিলই না! আমরা নই, দাবিটা করছেন ছবির প্রযোজক-পরিচালক। পাশাপাশি, তাঁদের দাবি, ছবির দ্বিতীয় পর্বটা হতে চলেছে আরও বেশি ভয় পাইয়ে দেওয়ার মতো!
লেখাই বাহুল্য, ছবির দ্বিতীয় পর্ব দিয়ে ফের ফিরে এলেন প্যাট্রিক উইলসন আর ভেরা ফারমিগার জুটি। ডেমনোলজিস্ট ওয়ারেন দম্পতির ভূমিকায়। এবার কোন রহস্যের সমাধানে নামবেন তাঁরা?
'দ্য কনজিউরিং'-এর মজাই এই, ছবি প্রত্যেক বার তুলে ধরে একটা কোনও সত্যি ভুতুড়ে ঘটনাকে। দ্বিতীয় পর্বটাও তার ব্যতিক্রম নয়। এবারে ছবিতে দেখা যাবে দুনিয়ার এক অমীমাংসিত রহস্যে মোড়া অ্যামিটিভিলে-র কাহিনি। ইংল্যান্ডের এই অ্যামিটিভিলে বাড়ি এখনও তার ভুতুড়ে কাণ্ড-কারখানার জন্য কুখ্যাত হয়ে আছে দুনিয়ায়।
কী হত সেই বাড়িতে? কী ভাবেই বা সেই ভুতুড়ে রহস্যের মীমাংসা করবেন ওয়ারেন দম্পতি?

সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য