kalerkantho


ফিরছেন প্রীতি

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৯:৪৪ফিরছেন প্রীতি

খুব তাড়াতাড়ি পরদায় দেখতে পাওয়া যাবে প্রীতি জিনতাকে। শেষ তাঁকে ২০১৩ সালে ‘ইশ্ক ইন প্যারিস’ ছবিতে দেখা গিয়েছিল। এবার তিনি নীরজ পাঠকের ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে অভিনয় করবেন। বিয়ের পর এটাই প্রীতির প্রথম কাজ। এছাড়া রয়েছেন সানি দেওল, আমিশা প্যাটেল, মিঠুন চক্রবর্তী়ও। ছবিতে এক দস্যুর চরিত্রে অভিনয় করবেন প্রীতি! এবেলা


মন্তব্য