kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


জেমস বন্ড অমিতাভ বচ্চন

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৯:৩৮জেমস বন্ড অমিতাভ বচ্চন

এবার জেমস বন্ডের বেশে অমিতাভ বচ্চন! একটি পত্রিকার প্রচ্ছদে তাঁকে এই নতুন রূপে দেখা যাবে। শুধু তাই নয়, প্রচ্ছদে বন্ডরূপী অমিতাভের চারপাশ ঘিরে থাকবেন সুন্দরী নারীরা।

এই কথা তিনি নিজের ব্লগে জানিয়েছেন। নিজের নতুন লুক নিয়ে উৎসাহী অমিতাভ।


মন্তব্য