kalerkantho


পড়শীর 'লুঙ্গি ড্যান্স' নাচ

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৭:৩৭পড়শীর 'লুঙ্গি ড্যান্স' নাচ

এবার 'লুঙ্গি ড্যান্স' গানে দর্শকদের মাতালেন সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী।  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ওয়েস্ট পাম বিচ মিলনায়তনে দর্শক শ্রোতাদের অনুরোধে পড়শী জনপ্রিয় এই হিন্দি গানে কণ্ঠ দেন। রবিবার স্থানীয় সময় রাত নয়টায় অনুষ্ঠান শুরু হয়। গান শুরুর পর দর্শকরা মঞ্চে উঠে পড়েন। এসময় দর্শকদের সাথে পড়শী নাচতে শুরু করেন। হানি সিং বলিউডের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে এই গান গেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রে কয়েকটি শোতে গান গাইতে মাকে নিয়ে ২৪ মার্চ বাংলাদেশ ছাড়েন পড়শি। ফ্লোরিডার অনুষ্ঠান শেষে এবার পড়শি রওনা দেবেন নিউইয়র্কের উদ্দেশে।১১ এপ্রিল পড়শির ঢাকায় ফিরবেন পড়শী ন-এমনটা জানালেন পড়শীর ভাই সাক্ষর এহসান।

 


মন্তব্য