kalerkantho


এখন গালি খাচ্ছেন আনুশকা

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৭:০৩এখন গালি খাচ্ছেন আনুশকা

এ যেন ঠিক শাঁখের করাত! যেতেও কাটছে, আবার আসতেও! আর সেই করাতের ঘায়ে বারে বারেই কর্তিত হচ্ছেন আনুশকা শর্মা।

মাঠে খারাপ পারফরম্যান্স করলেন বিরাট। ব্যস! সমস্ত দায় তাঁর ঘাড়ে চেপে গেল। আবার বিরাট যখন টানটান উত্তেজনায় অস্ট্রেলিয়াকে একাই বাড়ি পাঠিয়ে দেন, তখন আবার অবস্থান একটুও না পাল্টে সেই আনুশকাকেই ব্যঙ্গ করা হলো। বিরাট অনুরাগীদের এমন আচরণ শাঁখের করাতের কথা মনে পড়াতে বাধ্য।

বছরখানের আগের কথা। অস্ট্রেলিয়ার মাঠে বিরাট মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফিরছেন। গ্যালারিতে হাজির অনুশকা। নায়কের এমন কালি হাতে ফেরার রাগ সোজা গিয়ে পড়ল তাঁর ওপর। তাঁকে দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন অনুরাগীদের একটা বড় অংশ। খারাপ পারফরম্যান্সের গোটা দায়ভার চাপিয়ে দেওয়া হলো তাঁরই ঘাড়ে। বিরাটের সঙ্গে সেই সময় তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর সে কারণেই সে দিন প্রকাশ্যে আনুশকার পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

কিন্তু, গত কয়েক মাস হলো সে সম্পর্ক ভেঙেছে। তাতে আর কী আসে যায়! কাজেই রবিবার সন্ধ্যায় বিরাট ঝড় যখন উপভোগ করছেন সকলে, তখনও ব্যঙ্গ করা হলো আনুশকাকে! এবার তাঁকে ‘ধন্যবাদ’ জানানো হলো। কারণ, ‘আপনি আমাদের বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছেন!’ ম্যাচ শেষের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়েছে একের পর এক এমন মন্তব্য। অর্থাৎ সম্পর্ক ভেঙেছে বলেই ফের খেলায় মন দিতে পারছেন বিরাট!

যখন ওয়েব দেয়াল জুড়ে ব্যঙ্গ সামলাচ্ছেন আনুশকা, তখন সেই বিরাটকেই পাশে পেলেন তিনি। সোমবার এক টুইট বার্তায় নায়ক জানিয়েছেন, যাঁরা এমনটা করছেন তাঁদের এবার লজ্জা হওয়া উচিত।

 


মন্তব্য