kalerkantho


একাধিক নারীসঙ্গই আমার অনুষঙ্গ : বাপ্পী

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৫:৫৯একাধিক নারীসঙ্গই আমার অনুষঙ্গ : বাপ্পী

প্রথম ছবি। আর প্রথম ছবিতেই প্লেবয়ের চরিত্রে অভিনয় করতে হবে। রীতিমতো চ্যালেঞ্জিং এই চরিত্রে অভিনয় প্রসঙ্গে বাপ্পী রাজ জানান, চ্যালেঞ্জ যেখানে সেখানেই হয়তো ভালোকিছু সম্ভব। চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে কেন, হয় আমি জিতব না হয় চলচ্চিত্র ছেড়ে দেবো। আনুশ ফিল্ম ফ্যাক্টরির নতুন ছবি 'আপালা'য় রাকা'র বিপরীতে অভিনয় করছেন বাপ্পী। ভিন্ন গল্পের এই ছবিতে বাপ্পীকে দেখা যাবে প্লেবয়ের রোলে। 'একাধিক নারীসঙ্গই যেন আমার অনুষঙ্গ' এমন চরিত্রেই দেখা যাবে আমাকে- অকপটে বললেন ছবিতে মূল ভূমিকায় অভিনয় করতে যাওয়া বাপ্পী রাজ। এভাবেই আমি জড়িয়ে পড়ি রাকা'র সঙ্গে। কয়েকটি গল্পের দারুণ সম্মিলন ঘটেছে এই চলচ্চিত্রে। যার দুটিতে আমার ভূমিকা রয়েছে। বলে গেলেন বাপ্পী রাজ।  

এই ছবিতে আরেকটি দুর্দান্ত চরিত্রে রয়েছে। বাপ্পীর পাশাপাশি ছবির ওই চরিত্রটিও আলোচিত হবে।  পাগলের এই চরিত্রের বিষয়ে আনুশ বলেন, ছবিতে পাগল ছেলেটিকে সব সময় নগ্ন থাকতে দেখা যায়, এটা মূলত এই সমাজের প্রতি তার বিদ্রুপ প্রকাশের মাধ্যম।ভিন্নভাবে গল্প বলার চেষ্টা করেছি যেখানে বাপ্পী রাকা পুরান ঢাকার অবয়ব তুলে ধরবে- জানালেন ছবির পরিচালক আনুশ রুবেল। ইতিমধ্যে ছবিটির টিজার প্রকাশিত হয়েছে যেখানে বাপ্পীর লুক আমাকে মুগ্ধ করেছে। রাকার এক্সপ্রেশনও দারুণ। আমি এই ছবি নিয়ে আশাবাদী- যুক্ত করেন রুবেল।


মন্তব্য