kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।


জেমস বন্ড এবার অমিতাভ বচ্চন!‌

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ০০:২৭জেমস বন্ড এবার অমিতাভ বচ্চন!‌

জেমস বন্ড অবতারে এবার বিগ বি অমিতাভ বচ্চন। একটি পত্রিকার প্রচ্ছদে দেখা যাবে জেমস বন্ড রূপী অমিতাভকে। তাঁকে ঘিরে থাকবেন সুন্দরী মহিলার দল। মজা করে অমিতাভ বলেছেন, ‘‌আমার বয়সী পুরুষরা খুব কমই এমন সুযোগ পান। ’‌ পরে অবশ্য জানিয়েছেন, সুন্দরী মহিলাদের সঙ্গে ছবি তুলতে তাঁর নাকি বেমানান লাগছে। তবে পর মুহুর্তেই নিজেকে আশ্বস্ত করে বলেছেন, যা হয় দেখা যাবে। পর্দায় জেমস বন্ড নয় তো কী হয়েছে, পত্রিকার প্রচ্ছদে জেমস বন্ড তো!‌ ভক্তদের সে খবর জানাতে ফেসবুক বা টুইটার নয়, আস্ত একটা ব্লগই লিখে ফেলেছেন। ব্লগ শেষ করতে ভোর চারটে বেজে যায়। বরাবর দর্শক কৌলিন্য পেয়ে আসা অমিতাভ ভক্তদের সম্বোধন করেছেন ‘‌বর্ধিত পরিবার’‌ বলে।

সূত্র: আজকাল


মন্তব্য