kalerkantho


শাহরুখের সঙ্গে শুটিং করছেন সানি

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মার্চ, ২০১৬ ০৯:১৪শাহরুখের সঙ্গে শুটিং করছেন সানি

রইসের একটি গানে আইটেম নাচ করবেন সানি লিয়ন। তারই শুটিং শুরু হয়েছে। শাহরুখ খানের সঙ্গে শুটিং করছেন সানি। গানটি কুরবানি ছবির লায়লা ও লায়লা। আটের দশকে চার্টবাস্টারে থাকা ফিরোজ় খান ও জিনাত আমনের এই গানটির রিমেকে ডান্স করবেন সানি লিওন। মেহবুব স্টুডিওতে এই গানটি শুট করার জন্য বিশেষ সেট বানানো হয়েছে।  

সেটটি পুরনো দিনের বারের আদলে তৈরি হয়েছে। সেটে আছে রেট্রো লুক। সেখানেই নাচ করবেন সানি। চার দিন ধরে চলবে ছবির শুটিং। এর জন্য প্রায় ৫০ জন জুনিয়র আর্টিস্ট ও ২০ জন ডান্সারকে একত্রিত করা হয়েছে।


মন্তব্য