kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


কলকাতার মাছের বাজারে অমিতাভ

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মার্চ, ২০১৬ ০৯:০৩কলকাতার মাছের বাজারে অমিতাভ

মাছের বাজারে গেলেন। দরদাম করে মাছ কিনলেন। ঠিক যেমন আর পাঁচটা বাঙালি কেনেন। তবে পার্থক্য একটাই। ইনি খোদ অমিতাভ বচ্চন।

সল্টলেকের সিকে মার্কেটে চলছিল TE3N-এর শুটিং। সেখানেই মাছ কিনছিলেন অমিতাভ। আর তাঁকে ফলো করছিল ক্যামেরা। ক্যামেরার পিছনে ছিলেন রিভু দাশগুপ্ত।

এই ছবি সোশাল সাইটে প্রকাশ পেয়েছে সম্প্রতি। আর তারপরই তা ভাইরাল। আর হবে নাই বা কেন? একে কলকাতার জামাই, তার ওপর অমিতাভ বচ্চন। তার ওপরে আবার মাছের বাজার। সব মিলিয়ে বাঙালির মনপসন্দ জিনিস। মন যে মজবেই, তাতে আর সন্দেহ কি। সেই সঙ্গে অমিতাভকে এই রুপে দেখে ভারতীরাও নিশ্চয়ই মজেছে। না হলে কি আর ছবি ভাইরাল হয়?


মন্তব্য