kalerkantho


নিজের গায়ে কেন চিমটি কাটলেন সানি?

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৬ ২৩:১৬নিজের গায়ে কেন চিমটি কাটলেন সানি?

সকাল, দুপুর, বিকেল অথবা রাত- যখনই হোক নিজের গায়ে সজোরে চিমটি কাটছেন সানি লিওন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! আর এ তথ্য শেয়ার করেছেন সানি নিজেই।

সানি লিওনের হলটা কী? নিজেই নিজের গায়ে চিমটি কাটছেন কেন?

আসলে সদ্য ‘রইস’-এ শুটিং সেরেছেন সানি। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা। শুটিংয়ে হাজিরও ছিলেন বলি বাদশা। আর তাই ‘রইস’-এর আইটেম নাম্বারের শুটিং করতে করতেই নাকি নিজেই নিজের গায়ে চিমটি কেটে দেখছিলেন। বার বার ভাবছিলেন এ কোনো স্বপ্ন নয়তো! সত্যিই শাহরুখ খানের সঙ্গে শুটিং করছেন!

মেহবুব স্টুডিওতেই একটি পুরনো রেট্রো বারের সেট তৈরি করা হয়েছিল। সেখানেই চারদিন ধরে চলেছে ওই বিশেষ নাচের শুটিং। সব মিলিয়ে এখনো যেন ঘোরের মধ্যেই দিন কাটাচ্ছেন সানি লিওন।

সূত্র: আনন্দবাজার


মন্তব্য