kalerkantho


রেট জিজ্ঞাসা করায় সাংবাদিককে চড় মারলেন সানি

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ১৫:২৯রেট জিজ্ঞাসা করায় সাংবাদিককে চড় মারলেন সানি

সানি লিওন নামটার সঙ্গেই বিতর্কের পাশাপাশি উত্তেজনাও জড়িয়ে থাকে। তাইতো প্রযোজকদের কাছে লক্ষ্মী হলেও, এখন বিটাউন তাঁকে দেখে বাঁকা চোখে। তবে নিজের সম্পর্ক বাঁকা কথা শুনতে রাজি নয় সানি। সম্প্রতি এক সাংবাদিকের অশ্লীল প্রশ্নের উত্তরে কষালেন বলিউড তারকা সানি লিওন।

সানির সঙ্গে রং খেলতে বিশেষ এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল গুজরাট। বসন্তের এই উৎসবে প্রধান অতিথি ছিলেন সানি। তাই গত বৃহস্পতিবার হোলি উৎসবে শামিল হতে গুজরাট আসেন সানি। সেখানে হোটেলে ঢোকার মুখেই সাংবাদিকের অশ্লীল প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে।

'নাইট প্রোগ্রামে কত চার্জ করেন সানি' অশ্লীল এই প্রশ্নটি করা হয় তাঁকে। এই প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গে রেগে যান সানি। উত্তরে সবার সামনেই সাংবাদিকের গালে চড় কষালেন নায়িকা।

তবে সানি কিন্তু বেশ পেশাদার। ব্যক্তিগত বিষয়গুলি আলাদাই রাখেই। তাইতো এসব ঘটনার পরও অনুষ্ঠানে হাজির ছিলেন লিওন। এমনই এই ঘটনার ১৫ মিনিট পর হোটেল রুম থেকে বেরিয়ে এসে পারফরম্যান্সও করেন সানি।


মন্তব্য