kalerkantho


তৈরি হতে চলেছে 'সরফরোশ' সিক্যুয়াল

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ১২:৩৫তৈরি হতে চলেছে 'সরফরোশ' সিক্যুয়াল

অবশেষে দিওয়ানে লেড়কা মান গয়ে। তৈরি হতে চলেছে 'সরফরোশ' সিক্যুয়াল। নব্বই দশকের ব্লকবাস্টারের সেকেন্ড ইনস্টলমেন্ট এখন শুধুমুক্তির অপেক্ষায়।

সিক্যুয়েলের জোয়ারে ভাসতে চলেছে আমির-সোনালির ‘সরফরোশ’। সম্প্রতি ছবির পরিচালক জন ম্যাথু জানিয়েছেন, ''সিক্যুয়েল হতে চলেছে 'সরফরোশের'। তবে এ বছর নয়। পরের বছর শুরু হবে ছবির শুটিং।'' এ বছর অন্য ছবি নিয়ে ব্যস্ত আছেন তিনি।

তবে ছবির নায়ক-নায়িকা কিংবা কাস্টিং নিয়ে কিছুই বলেননি পরিচালক। ছবিতে আমির থাকবেন কি না, সে কথাও জানাননি তিনি। তাই এখন শুধু সময়ের অপেক্ষা।


মন্তব্য