kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


বাদশায় অভিনয় করবেন তেলেগু অভিনেত্রী শ্রদ্ধা দাস

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ১২:১৭বাদশায় অভিনয় করবেন তেলেগু অভিনেত্রী শ্রদ্ধা দাস

ভারতীয় সিনেমাপ্রেমীদের কাছে শ্রদ্ধা দাস অপরিচিত নন। মূলত তেলেগু সিনেমার এই অভিনেত্রীকে হিন্দি ও বাংলা সিনেমাতেও দেখা গেছে। প্রথমবারের মতো তিনি অভিনয় করতে চলেছেন ঢাকাই সিনেমায়। এবার যৌথ প্রযোজনার সিনেমা 'বাদশা'য় দেখা যাবে তাকে।

পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, 'বাদশা' সিনেমায় শ‍্রদ্ধাকে বেশ অন্তরঙ্গ কয়েকটি দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।

২০০৮ সালে তেলেগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শ্রদ্ধা। তেলেগু ভাষার সিনেমা ছাড়াও হিন্দি, কানাড়া, মালায়ালাম ও বাংলার ভাষার সিনেমাতে অভিনয় করেছেন। 'দিলতো বাচ্চা হ্যা জি’, ‘দ্য রয়েল বেঙ্গল টাইগার’, ‘জিদ’ তার উল্লেখযোগ্য হিন্দি সিনেমা।


মন্তব্য