kalerkantho


শীর্ষেন্দুর 'গুহামানব' বড় পর্দায়

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ০৮:৪৭শীর্ষেন্দুর 'গুহামানব' বড় পর্দায়

রায় পরিবারের একমাত্র ছেলের স্ত্রী পিঙ্কি রায়। পেশায় অধ্যাপিকা। কিন্তু, পিঙ্কি স্বামীর তুলনায় বেশি পছন্দ করেন তাঁর শ্বশুর বটকৃষ্ণ রায়কে। মুখে প্রকাশ করতে না পারলেও অন্তরে তিনি এক অমোঘ টান অনুভব করেন শ্বশুরের জন্য। আর অসম এই সম্পর্কের গল্পই ফুটিয়ে তুলছেন পরিচালক পারমিতা মুন্সি।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'গুহামানব'। আর এই গল্প অবলম্বনেই ছবি পরিচালনা করছেন পরিচালক। ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন কাঞ্চনা মৈত্র। তাঁর চরিত্রটির নাম পিঙ্কি। 

কাঞ্চনা জানান, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসে পিঙ্কি চরিত্রটির বয়স কম ছিল। তবে, ছবিতে পিঙ্কির বয়স একটু বেশি। এ ছাড়া খুব বেশি বৈসাদৃশ্য নেই উপন্যাস ও ছবিতে। একদম ভিন্নস্বাদী এই ছবি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী কাঞ্চনা।


মন্তব্য