kalerkantho


সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত নায়লা নাঈম

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৬ ১৬:৫১সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত নায়লা নাঈম

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। গতকাল বুধবার রাতে গাজীপুরে নিজের নির্মিতব্য বাড়ির কাজ তদারক করতে যান নায়লা। অটোরিকশায় যাওয়ার তাকে বহন করা অটোরিকশাটি স্পিড ব্রেকারে ব্রেক করতে না পেরে উলটে যায়। অটোরিকশা থেকে লাফিয়ে বের হতে গিয়ে মারাত্মক আহত হন নায়লা নাঈম। নাকের ওপরের অংশ ভেঙে গেছে বলে জানান কালের কণ্ঠকে।

তিনি বলেন, ''গতরাতে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছি কিন্তু দুর্ঘটনা এত মেজর যে কয়েকটি এক্সরে করতে হচ্ছে।'' কথা বলার সময় নায়লা নাঈম জানান, তার ব্লিডিং এখনো বন্ধ হয়নি। নাক-মুখ দিয়ে অনবরত রক্ত ঝরছে। এ ছাড়াও পায়ের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন তিনি। এখন তিনি গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য অবস্থান করছেন। এক্সরেসহ ও আনুষাঙ্গিক পরীক্ষার পর বোঝা যাবে কি অবস্থা। 


মন্তব্য