kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


রজনীকান্তের সিনেমায় কেমন দেখতে লাগবে অক্ষয়কে?

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৬ ০৩:১২রজনীকান্তের সিনেমায় কেমন দেখতে লাগবে অক্ষয়কে?

বলিউডের খিলাড়ি। নানা সিনেমায় নানান চরিত্রে সাবলীল অভিনয়ই অক্ষয় কুমারের প্লাস পয়েন্ট বা বলা যেতে পারে ট্রেড মার্ক। অ্যাকশন হিরো থেকে কমেডি কিং। এমনকি 'নমস্তে লন্ডন' ছবিতে অক্ষয় যেন রম্যান্টিক ডুড। দাবাং, তালাসে যখন খানেরা সুপার হিরোর ভূমিকায় তখনও নিজেকে পুলিশের চরিত্রে নম্বর ওয়ান হিরো করে তুলেছিলেন বলিউডের খিলাড়ি। চরিত্রে বদলের সঙ্গে সঙ্গে নিজের লুক পরিবর্তনেও বেশ পটু অক্ষয়। কখনও 'পাঞ্জাব দ্য পুত্তর', কখনও একেবারে 'আর্মি ম্যান', তো কখনও 'দুর্বৃত্ত বিজ্ঞানী', রূপের পরিবর্তন হচ্ছেই কিন্তু অভিনেতা সেই একই। ওয়ান অ্যান্ড অনলি অক্ষয়।
বলিউডের আরেক সুপার হিরো, রজনীকান্তের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। এবার তাঁর চরিত্র একজন বিজ্ঞানীর। কেমন দেখতে সেই বিজ্ঞানীকে? নিউ দিল্লির জহরলাল স্টেডিয়ামে অক্ষয় দেখালেন সেই ঝলক। - সূত্র : জিনিউজ


মন্তব্য