kalerkantho


রুনা লায়লা আদনান সামির বাড়িতে

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৬ ২১:৫১রুনা লায়লা আদনান সামির বাড়িতে

চলতি ভারত সফরে রুনা লায়লার সঙ্গে দেখা হয়েছে কিংবদন্তিু শিল্পী লতা মঙ্গেশকর, স্বনামধন্য চিত্রনাট্যকার সেলিম খান ও বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে। আর এবার এ সফরে জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির সঙ্গে দেখা হলো রুনা লায়লার। সামি থাকেন মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির লোখান্ডওয়ালায়। সেখানে গিয়েছিলেন রুনা। আদনান সামির বাড়িতে নৈশভোজও করেন এ শিল্পী। সামি ও তার স্ত্রীর সঙ্গে জমপেশ আড্ডাও দেন তিনি। বিষয়টি ফেসবুকের মাধ্যমে সবাইকে জানান সামি।

বিষয়টি নিয়ে ফেসবুকে রুনা লিখেছেন, মাল্টি ট্যালেন্টেড আদনান সামি জি ও তার সুন্দরী স্ত্রী রয়া জির সঙ্গে ডিনার। তাদের ঘর অত্যান্ত সুন্দর ও গোছানো। খুব ভালো লেগেছে। এদিকে ভারতের মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে সংবাদ সম্মেলনে অংশ নিতেই এবার ভারত গিয়েছেন রুনা। এর ফাঁকে আদনান সামির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলো তার। আদনান সামির সঙ্গে দেখার হবার পর এরই মধ্যে ঢাকায় ফিরেছেন রুনা।
 


মন্তব্য