kalerkantho


মানুষ নয় কাক সাজলেন অক্ষয় কুমার!

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৬ ২১:২৭মানুষ নয় কাক সাজলেন অক্ষয় কুমার!

কালো রঙের পালক দেওয়া জ্যাকেট, ধূসর রঙের চুল, লাল চোখ এবং একই ধূসর রঙের ভুরু৷ সামনের পাটির দাঁতগুলো দেখলেই ভয় করবে৷ ড্রাকুলার মতো একই রকমের ভয়ঙ্কর।
চিনতে পারেছেন এই ব্যক্তিকে?
ইনি অক্ষয় কুমার। ইনিই ‘এয়ারলিফ্ট'-এর রঞ্জিত কাটিয়াল। মেক-অপা ম্যানের হাতের ছোঁয়ায় একেবারেই বদলে গিয়েছেন অক্ষয়।
তামিল ব্লকবাস্টার ‘এনথিরনে' বি়জ্ঞানী ভাসিগরন এবং রোবট ‘চিট্টি'-এই দুই ডবল রোলে দেখা যায় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। রজনীকান্তের বিপরীতে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। এই ছবিটি হিন্দিতে ডাব হয় রোবট নামে৷ এবার আসতে চলেছে তামিল ব্লকবাস্টারটির দ্বিতীয় সংস্করণ ২.০। এস শঙ্কর পরিচালিত এই ছবিতে রজনীকান্তের বিপরীতে দেখা যাবে অক্ষয়কুমারকে৷ এই ছবিতে হিরো নয় বরং ভিলেনের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে৷ ছবিতে আক্কির চরিত্রের নাম ডঃ রিচার্ড৷ বিজ্ঞানী রিচার্ড বিভিন্ন বিদঘুটে পরীক্ষা-নিরীক্ষা করেন, এবং এরকম বিদঘুটে পরীক্ষা করেই নিজেকে কাকরূপে সাজিয়েছেন অক্ষয়। - সূত্র : সংবাদ প্রতিদিন


মন্তব্য