kalerkantho


শুক্রবার শিল্পকলায় 'নীলাখ্যান'

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৬ ১৫:৩২শুক্রবার শিল্পকলায় 'নীলাখ্যান'

ভারতের পশ্চিমবঙ্গে ৩টি সফল প্রদর্শনীর পর শুক্রবার শিলকলা একাডেমিতে প্রদর্শিত হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক 'নীলাখ্যান।' শুক্রবার শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭ টায় নাটকটি প্রদর্শিত হবে।
দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প আশ্রয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্ক।


মন্তব্য