kalerkantho


ফিরে যান ‘জঙ্গলবুকে'র দেশে

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৬ ২৩:৪৮ফিরে যান ‘জঙ্গলবুকে'র দেশে

রবিবারের সকাল৷ আড়মোড়া ভাঙা সকালের আলসেমি৷ পড়তে বসার তাড়া নেই৷ নেই স্কুলে যাওয়ার ব্যথা৷ পাতে গরম লুচি আর আলুর দম৷ চোখ টেলিভিশনের পর্দায়৷ সারা সপ্তাহের অপেক্ষার অবসান করে টিভির পর্দায় ভেসে উঠল মোগলি আর তার বুমেরাং৷ ব্যাকগ্রাউন্ডে সেই সুর ‘জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়...'৷

নব্বইয়ের দশকের ছোটবেলা হলে এই সুর আপনার মুখে হাসি আনতে বাধ্য৷ বাধ্য মোগলি, বালুদের নস্টালজিয়ার দেশে নিয়ে যেতে৷ স্মৃতির সরণী বেয়ে সেই চেনা সুরকেই ‘জঙ্গলবুকে'র হিন্দি ভার্সানে ফিরিয়ে আনলেন সঙ্গীত পরিচালক বিশাল ভরদ্বাজ৷ কথা লিখেছেন গুলজার৷ গেয়েছে জিয়া ওয়াদেকর, যুবিকা চৌধুরীর মতো একঝাঁক শিশু শিল্পী৷

সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য