kalerkantho


‘টার্মিনেটর ৬’ হবে! আর্নল্ড সোয়ার্ৎজেনেগারের ঘোষণা

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৬ ২২:০৯‘টার্মিনেটর ৬’ হবে! আর্নল্ড সোয়ার্ৎজেনেগারের ঘোষণা

‘আই উইল বি ব্যাক…’
হলিউড সুপারস্টার আর্নল্ড সোয়ার্ৎজেনেগার অভিনীত ‘টার্মিনেটর’ সিরিজের এই ছোট্ট সংলাপটি যুগ যুগ ধরে বিশ্ববাসীকে মোহিত করে রেখেছে। আট থেকে আশি- সকলেই এই চরিত্রের গুণমুগ্ধ ভক্ত। আজও হলিউডের ‘হল অব ফেম’-তালিকার প্রায় শীর্ষে রয়েছে সিরিজের ছবিগুলি।

টার্মিনেটর-চরিত্রের সঙ্গে প্রায় একাত্ম হয়ে যাওয়া সোয়ার্ৎজেনেগার সম্প্রতি জানিয়েছেন, এই সিরিজের ষষ্ঠ ছবি তৈরি হবে। এই সিরিজের পঞ্চম ছবি ‘জেনেসিস’ বক্স-অফিসে তেমনভাবে সাড়া না ফেলায় অনেকেই ষষ্ঠ ছবির ভাগ্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

কিন্তু, আর্নল্ড নিজে সব জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন, আগের ছবি তথাকথিতভাবে ফ্লপ হলেও তিনি পিছিয়ে আসার পাত্র নন। হাবভাবে নিজের সেই অমোঘ সংলাপকেই মনে করিয়ে দেন, ‘আই উইল বি ব্যাক…’। বুঝিয়ে দেন, তিনি ফুরিয়ে যাননি। জানা গিয়েছে, তাঁকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয়, তখন ছবি নিয়ে বেশ আশা প্রকাশ করেন। বলেন, আমি ছবি নিয়ে ভীষণই আশাবাদী।

আর্নল্ডের দাবি সত্যি হলে তাহলে তাঁর অগণিত ভক্তদের জন্য তা সুখবর হবে বলেই মনে করা হচ্ছে। রূপোলি পর্দায় ফের একবার গর্জে উঠবে সেই শীতল ব্যারিটোন সংলাপ, ‘আই উইল বি ব্যাক…’

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য