kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


রণবীরের জীবনে নতুন নারী!

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৬ ১৯:৫৮রণবীরের জীবনে নতুন নারী!

ক্যাটরিনার সঙ্গে রণবীর কপূরের বিচ্ছেদের খবর তো আগেই শুনেছেন। মাঝে একদিন তাঁর বাংলোয় এসে একান্তে আড্ডা মেরে গেলেন প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনও। তবে এ বার নাকি তাঁর জীবনে এলেন এক নতুন নারী! বলিউডে জোর গুঞ্জন নতুন করে প্রেমে পড়েছেন রণবীর।

সম্প্রতি নতুন এক বান্ধবীর সঙ্গে পার্টি করতে দেখা গেল নায়ককে। ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি নন। তাই গসিপ ছড়াচ্ছে দ্রুত। বলিপাড়ার অনেকেরই অনুমান, নতুন কোনও সম্পর্কের দিকেই এগিয়েছেন রণবীর।

অনেকেই বলছেন, অনেক তো ইন্ডাস্ট্রির নায়িকাদের সঙ্গে প্রেম করলেন। একটা রিলেশনও স্টেডি হলো না। তাই এ বার ইন্ডাস্ট্রির বাইরে ভালবাসার সন্ধানে এগিয়েছেন ঋষি-তনয়।


মন্তব্য