kalerkantho


তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ন্যান্সি

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৬ ১৮:০৩তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ন্যান্সি

এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। ন্যান্সির রোদেলা ও নায়লা নামের দুটি কন্যা সন্তান আছে।
আর নতুন অতিথির আগমনে ন্যান্সি নিজের সমস্ত কাজ আপাতত স্থগিত রাখবেন। এমনটাই জানালেন তিনি। এর আগে গত পরশু  গেইম রিটার্নস নামের চলচ্চিত্রের গানে একসঙ্গে কণ্ঠ দিলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ ও নাজমুন মুনিরা ন্যান্সি।
ন্যান্সি জানান, নতুন কোনো কাজ আপাতত করবেন না তিনি। কেন না ঘরে তাঁদের নতুন অতিথি আসছে। এজন্য অনেক প্রস্তুতির বিষয় রয়েছে। তাই দ্রুত জমে থাকা কাজগুলো সেরে ফেলবেন বলে জানালেন।
২০১৩ সালে ময়মনসিংহের নতুন বাজার এলাকায় ন্যান্সির বিয়ে হয়েছে একেবারে ঘরোয়াভাবে। ন্যান্সির বর নাজিমুদ্দিন জায়েদ। চাকরি করছেন ময়মনসিংহ পৌরসভায়, পাশাপাশি ব্যবসাও করছেন। এর আগে ২০০৬ সালের ২১ জানুয়ারি ন্যান্সি ভালোবেসে বিয়ে করেছিলেন সৌরভকে। পারিবারিকভাবে তখন তাঁদের বিয়ে কেউ মেনে নেয়নি। একসময় দুই পরিবার থেকে এই বিয়ে মেনে নিলেও নানা কারণে ন্যান্সি ও সৌরভের মাঝে দূরত্ব তৈরি হয়। রোদেলা ন্যান্সির প্রথম ঘরের মেয়ে।


মন্তব্য