kalerkantho


টুইটারে নব্যার কোনো অ্যাকাউন্ট নেই, জানালেন অমিতাভ

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৬ ০৯:৫১টুইটারে নব্যার কোনো অ্যাকাউন্ট নেই, জানালেন অমিতাভ

টুইটার অ্যাকাউন্টে মাঝেমধ্যেই দেখা যেত বিগ বি’র নাতনি নব্যা নাভেলির নানা ছবি। আর ছবি প্রকাশ পেতেই কমেন্ট, লাইকের ছড়াছড়ি পড়ে যেত। কিন্তু, টুইটারে আদৌ কোনো অ্যাকাউন্টই নেই নব্যার, আজ এমনটাই জানিয়েছেন অমিতাভ বচ্চন।

বিষয়টি জানিয়ে বিগ বি একটি টুইট করেন। সেখানেই তিনি বিষয়টি খোলসা করে জানান, টুইটারে নব্যার কোনো অ্যাকাউন্ট নেই। যেটি রয়েছে সেটি ভুয়ো। এরপরই ভক্তদের সাবধানও করেন বিগ বি।


মন্তব্য