kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


হলিউডে গিয়ে কি করছেন দীপিকা!

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৬ ০৯:২৭হলিউডে গিয়ে কি করছেন দীপিকা!

'xXx : দি রিটার্ন অফ জেন্ডার কেজ' নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে চুটিয়ে চলছে ছবির শুটিং। বলিউডের পর হলিউডে কেমন মস্তানি দেখাতে পারেন দীপিকা, তা জানতে অধীর অপেক্ষায় দীপিকার ভক্তরা। আর এই সময়ই সামনে এল ভিনের সঙ্গে দীপিকার রোম্যান্টিক একটি ছবি।

ছবিতে দেখা যাচ্ছে, ভিনের সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে রয়েছেন বলিউডের পিকু। ভিনের কানের কাছে মুখ নিয়ে যেন কিছু বলছেন দীপিকা। তবে, কী বলছেন তা জানতে আপাতত অপেক্ষা করতে হবে ২০১৭র ২০ জানুয়ারি পর্যন্ত।


মন্তব্য