kalerkantho


প্রথম চুম্বন ১৯-এ, প্রথম মদ সোনমের সঙ্গে : অর্জুন

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৬ ২২:২৬প্রথম চুম্বন ১৯-এ, প্রথম মদ সোনমের সঙ্গে : অর্জুন

এপ্রিলের শুরুতেই মুক্তি পাচ্ছে অর্জুন কাপুর-কারিনা কাপুর খান অভিনীত ‘কি অ্যান্ড কা’। এই ছবিতে অর্জুন একজন হাউস হাসব্যান্ডের ভূমিকায় অভিনয় করছেন। ছবি মুক্তির আগে নিজের জীবনের দুটি গোপন কথা ভক্তদের জানালেন বনি কাপুরের ছেলে অর্জুন কাপুর। অর্জুন জানিয়েছেন তিনি জীবনে প্রথম চুম্বন করেছেন ১৯ বছরে এবং প্রথম মদ খেয়েছেন নিজের তুতো বোন সোনম কাপুরের সঙ্গে।

আর বাল্কির ‘কি অ্যান্ড কা’ নিয়ে একটু বেশিই উচ্ছ্বসিত অর্জুন। কারণ এখানে তাঁকে একেবারেই অন্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এখানে কারিনা একজন কেরিয়ার ওরিয়েন্টেড স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে ভাঙা হয়েছে ঐতিহ্যশীল কিছু ভাবনা-চিন্তাকে। বর্তমানের পরিবর্তনশীল সমাজকে তুলে ধরা হয়েছে ছবিতে। ২০১২-এ ‘ইশাকজাদে’ ছবিতে পরিনীতি চোপড়ার বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ অর্জুনের। তারপর ‘গুন্ডে’, ‘টু স্টেটস’, ‘ঔরঙ্গাজেব’-এর মতো ছবিতে জমিয়ে অভিনয়। আপাতত ‘কি অ্যান্ড কা’-এর বক্স অফিস সাফল্য নিয়ে আশায় বুক বাঁধছেন অভিনেতা।

সূত্র: এবিপি আনন্দ


মন্তব্য