kalerkantho


' ধুম ৪'-এ নেই হৃত্বিক

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৬ ০০:৩৫' ধুম ৪'-এ নেই হৃত্বিক

হৃত্বিক-ভক্তদের জন্য দুঃসংবাদ। ধুম ৪-এ দেখা যাবে না এই ব্যাং ব্যাং স্টারকে। বলিউডের থ্রিলার-অ্যাকশন সিরিজ ধুম-এর পরবর্তী ছবিতে হৃত্বিক রয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু সে কথা যে সঠিক নয়, তা জানিয়েছেন হৃত্বিক নিজেই।

ফ্যানদের সঙ্গে একটি চ্যাট সেশনে তাঁর আগামী ছবি সম্পর্কে জানান ৪২ বছরের এই বলি-তারকা। এ বছরেই মুক্তি পাচ্ছে আশুতোষ গোয়াত্রিকর পরিচালিত হৃত্বিকের ছবি 'মহেঞ্জোদারো'। এরপর সঞ্জয় গুপ্তা পরিচালিত 'কাবিল' ছবিতে দেখা যাবে হৃত্বিক রোশনকে। এই সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন ইয়ামি গুপ্তা। চলতি মাসের শেষে শ্যুটিং শুরু হবে 'কাবিল'-এর। মুক্তি পাবে আগামী বছর ২৬ জানুয়ারিতে। সম্প্রতি অন্য যে ছবিতে হৃত্বিক সই করেছেন বলে জানিয়েছেন তা হল - যশ রাজ ফিল্মস-এর 'থাগ'। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালনায় এই অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি ছাড়া হৃত্বিক আরও কোনো ছবিতে কাজ করছেন না বলে স্পষ্ট জানিয়েছেন।

'ধুম ২'-এ দেখা গিয়েছিল হৃত্বিক রোশনকে। 'ধুম' সিরিজের নির্মাতারা এখনও পর্যন্ত ভিলেন চরিত্রে কোনও স্টারকেই দু-বার নেননি। এবার 'ধুম ৪'-এ 'বাহুবলী' স্টারের সঙ্গেই হৃত্বিকও থাকবেন বলে খাবর ছড়িয়ে পড়ে।

সূত্র: এই সময়


মন্তব্য