kalerkantho

26th march banner

শিগগির মুক্তি পাবে অঙ্কুশ-মিমির সিঁদুর খেলা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৬ ১৬:৪৩শিগগির মুক্তি পাবে অঙ্কুশ-মিমির সিঁদুর খেলা

কলকাতার জামাই ৪২০, কি করে তোকে বলব-র পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ-মিমিকে। রবি কিনাগী পরিচালিত সিঁদুর খেলা ছবির জন্য জুটি বাঁধছেন তাঁরা। রবি কিনাগী পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে ভেঙ্কটেশ ফিল্মস।

রোম্যান্স ও নাটকনির্ভর এই ছবির গল্প বাকি পাঁচটা ছবি থেকে একদম আলাদা। জানা গেছে, এই ছবিতে যখন অভিনয়ের প্রস্তাব পান অঙ্কুশ, তখন অন্য ছবির কাজে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু, ছবির গল্প এতটাই মন কাড়ে যে প্রায় সঙ্গেসঙ্গেই রাজি হয়ে যান তিনি। অন্যদিকে, মিমিও স্ক্রিপ্ট শুনেই ছবিতে কাজ করার জন্য রাজি হয়ে যান।  


মন্তব্য