kalerkantho


গেইলের মধ্যরাতের পার্টিতে স্নেহা উলাল

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৬ ১৬:১২গেইলের মধ্যরাতের পার্টিতে স্নেহা উলাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৮ বলে ১০০ রানের এক ইনিংস খেলার পর পার্টি হবে। যেন এটাই স্বাভাবিক। কিন্তু সেই পার্টিতে বলিউড অভিনেত্রী উপস্থিত হয়ে গেইলকে সময় দেবেন এটা হয় তো অনেকের জানা ছিল না। গেইলের মধ্যরাতের পার্টিতে এসেছিলেন ঐশ্বরিয়ার ডুপ্লিকেট খ্যাত বলিউডের আলোচিত অভিনেত্রী স্নেহা উলাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ২৮ বছর বয়সী স্নেহা লিখেছেন, গেইলের সাথে নাচলাম, আলাপ করলাম। ও দারুণ একজন মানুষ। বরাবরের মতো এখানেও ছিল অ্যাগ্রেসিভ!

স্নেহা উলাল লাকি ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। শোনা যায় সালমানের বোনের বান্ধবী ছিলেন স্নেহা।

স্নেহার উপস্থিতিতে গেইল ব্রাভোদের রাত বেশ ফুর্তিতে কেটেছে। পার্টি মোডে ফেসবুক-ইন্সটাগ্রামে পোস্ট করা ছবি অন্তত তাই বলছে। স্নেহার কণ্ঠে ছিল গেইলের প্রশংসা।


মন্তব্য