kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


'সালমান খানের বিয়ে'তে মিলি-বিন্দু

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৬ ১৫:৫৪'সালমান খানের বিয়ে'তে মিলি-বিন্দু

বয়স হয়ে গেছে সালমান খানের কিন্তু তবুও বিয়ে হচ্ছে না। এক জীবনে বিয়েটা তো দরকার! কিন্তু এ গল্পের প্রধান চরিত্র সালমান খান।

তাঁর তো পাত্রী দেখে আসার পর বিয়েটা ভেঙে যায়। এ নিয়ে বেজায় অভিমানে আছে সালমান। কি করবে সে? সিদ্ধান্ত নেয় নিজের বিয়ে এবার নিজেই করবে। করল বটে তবে শুরু হলো আরও মজার সব ঘটনা। 'সালমান খানের বিয়ে' নামে কমেডি ঘরানার গল্পে দীর্ঘ একটি ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করেছেন পরিচালক প্রজ্ঞা নীহারিকা। নাটকটির গল্প ও চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন। আর এতে নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান। এ ছাড়াও ফারহানা মিলি, লাবণ্য বিন্দু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

ইতিমধ্যেই পূবাইলের হাসনাহেনা রিসোর্টে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। আরও অভিনয় করেছেন আরফান. ফারুক আহমেদ, কাজী উজ্জল, সীমানা, শিখা মৌ, কোহিনূর, রাজুসহ আরও অনেকে।


মন্তব্য