kalerkantho


গোলাপি রংয়ে রঙিন বিগ বি

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৬ ১২:৩৭গোলাপি রংয়ে রঙিন বিগ বি

গোপালি রংয়ে নিজেকে রাঙালেন অমিতাভ। না দোলের আমেজ নয়। অভিনয়ের গোলাপি রং গায়ে চড়ালেন শাহেনশা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল বাংলার জামাইয়ের সঙ্গে জোট বাঁধছে টলিপাড়া। কিন্তু ছবির নাম? জানা ছিল না। সেই নামটিই সম্প্রতি টুইট করলেন বিগ বি। ছবির নাম পিঙ্ক। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী ও প্রযোজক সুজিত সরকারের ও অভিনেতা অমিতাভ তিনের মিশেল পিঙ্ক। সম্প্রতি দিল্লিতে চলছে ছবির শুটিং।

কখনও ম্যাক্স মুখে ভোরের রাস্তায়। তো কখনও শুটিংয়ের ফাঁকে মেকআপ মুখে অমিতাভ উঁকি মারছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে শাহেনশার জীবনের কলেজ পংক্তিগুলি। যখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তেন। সম্প্রতি মুক্তি পেয়েছে শাহেনশার ওয়াজির। যেখানে আরও একবার সফল অমিতাভ। পিঙ্ক ছাড়াও তিন ছবির শুটিংয়ে এখনও ব্যস্ত শাহেনশা।

 


মন্তব্য