১৯ মার্চ ইডেন গার্ডেনসে ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধে বাড়তি মাত্রা যুক্ত হতে চলেছে অমিতাভ বচ্চনের সৌজন্যে। সেদিন ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাইবেন বিগ বি। ‘জনগণমন’ শোনা যাবে তাঁর ব্যারিটোন কণ্ঠস্বরে।
জানা গেছে, অমিতাভ তাঁর নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি পোস্ট রিট্যুইট করে জাতীয় সঙ্গীত গাওয়ার খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গোটা বিষয়টির পেছনে উদ্যোগ রয়েছে সিএবি-র বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনিই এমন অভিনব ঘটনা সম্ভব করে তুলতে সচেষ্ট হয়েছেন। সিএবি সূত্রে বলা হচ্ছে, এমন পরিকল্পনা অনেকদিনের। প্রেসিডেন্ট এতে সামিল।
তবে শনিবার যেমন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ২২ গজে পরস্পরকে টেক্কা দেওয়ার টানটান সংঘর্ষের বাতাবরণ থাকবে, তেমনই থাকবে পারস্পরিক সৌহার্দ্যের বার্তাও। সেদিন পাকিস্তানের নামকরা গায়ক সাফাকত আমানত আলিও গাইবেন ম্যাচের আগে। ভারতের মাটিতে আফ্রিদিদের মনোবল বাড়াতে তিনি গাইবেন পাকিস্তানের জাতীয় সঙ্গীত।
সূত্র: এবিপি আনন্দ
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের