kalerkantho


যৌথ প্রযোজনার ছবিতে পিজে হেলেনের সাথে ইন্দ্রনীল

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৬ ১৮:১৯যৌথ প্রযোজনার ছবিতে পিজে হেলেনের সাথে ইন্দ্রনীল

‘চোরাবালি’ দিয়ে প্রথম ঢাকাই ছবিতে অভিনয় শুরু করেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এর পর বেশ কিছু ছবিতে তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখেছেন দর্শক। এ বার নবাগতা পিজে হেলেনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। হেলেনের অভিষেক হওয়ার কথা ছিল আরো আগে। নিরবের গেম রিটার্নসে পিজে হেলেন অভিনয় করবেন এমনটাই কথা ছিল। কিন্তু সেটা হয়ে ওঠে নি। এর আগেও পিজে হেলেনের হাত ফস্কে যায় আরো একটি ছবি।  তাহলে ফাইনালি এবার তাহলে বলা যায় বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে হেলেনের! যৌথ প্রযোজনায় ছবিটির নাম ‘প্রেম কাব্য’। কলকাতা থেকে এর পরিচালনা করবেন অনুজ মিত্র। তবে বাংলাদেশের পরিচালক কে থাকছেন, তা এখনও ঠিক হয়নি। প্রযোজনা করছেন বাংলাদেশের ব্লু জিনজার মাল্টিমিডিয়া ও কলকাতার মুন্না ফিল্মস ইন্টারন্যাশনাল। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন, রাজু আহমেদ। চলতি বছরের জুনে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


মন্তব্য