kalerkantho


কাল ঢাকায় পা রাখছেন ইরফান খান

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৬ ১৮:০৮কাল ঢাকায় পা রাখছেন ইরফান খান

আগামীকাল প্রথমাবারের মতো ঢাকায় আসছেন ইরফান খান। জনপ্রিয় এই অভিনেতার ঢাকা আগমনের কারণ নিশ্চই কারো অজানা নয়। মোস্তফা সরয়ার ফারুকী’র নতুন ছবি ‘ডুব’-এ অভিনয় করবেন বলিউডের শক্তিমান এই শক্তিমান অভিনেতা।

ফারুকী জানিয়েছেন, আগামীকাল বুধবার সকালে ঢাকায় পা রাখবেন ইরফান খান। আর ছবির শুটিংয়ে অংশ নিবেন ২০ তারিখ থেকে। শুটিং হবে ঢাকার বিভিন্ন লোকেশনে।

ফারুকীর ‘ডুব’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ, সহ প্রযোজক হিসেবে থাকছে ইরফান খানের আইকে কম্পানি। ছবিটিতে  ইরফান খানের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। তিশা ও ইরফান ছাড়াও ‘ডুব’ ছবিতে অভিনয় করবেন নাদের চৌধুরী, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র, ব্রাত্য বসু।


মন্তব্য