kalerkantho


পরীমনি নিজেকে শুভ্রা'র মাঝে হারিয়ে ফেলেছেন

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ১৬:০২পরীমনি নিজেকে শুভ্রা'র মাঝে হারিয়ে ফেলেছেন

গিয়াস উদ্দিন সেলিমের নতুন ছবি 'স্বপ্নজাল'-এর শুটিংয়ে ব্যস্ত পরীমনি। এই চলচ্চিত্র নিয়ে হালের এই জনপ্রিয় অভিনেত্রী জানালেন মজার কিছু কথা। এই যেমন এই ছবির শুটিং করতে গিয়ে তিনি নাকি নিজের নামই ভুলে গিয়েছিলেন পরীমনি। 'স্বপ্নজাল' ছবিটিতে পরীমনিকে অভিনয় করতে হচ্ছে 'শুভ্রা' চরিত্রে। ছবির শুটিংয়ের প্রথম দিন থেকেই তাঁকে পরিচালক 'শুভ্রা' নামেই ডাকছেন। সেলিম নাকি একবারের জন্যও পরীমনি নামে ডাকেননি। এই নাম শুনতে শুনতে একসময় পরীমনি এই নামের ভেতরেই নাকি হারিয়ে যান। নিজেকে শুভ্রা ছাড়া আর অন্য নামের কিছু ভাবতে পারছিলেন না কিংবা মনেও আসছিল না।

পরীমনি জানালেন, আসলে এই শুভ্রা চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি নিজেকে শুভ্রার সাথে মিশিয়ে ফেলেছি। তাই আমারও কেন যেন শুভ্রা ছাড়া অন্য কিছু মনে হচ্ছিল না। ফলে অভিনয় করতেও স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন তিনি। এখন চাঁদপুরে ছবিটির শুটিং চলছে। এরপরে স্বপ্নজাল সিনেমার পুরো দল যাবে কলকাতায়।


মন্তব্য