kalerkantho


সালমা হায়েকের সঙ্গে অক্ষয়ের সেলফি

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ১৪:৪৭সালমা হায়েকের সঙ্গে অক্ষয়ের সেলফি

হলিউড সুন্দরী সালমা হায়েকের সঙ্গে দেখা হয়ে গেল বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। দুবাইয়ে ভার্কে ফাউন্ডেশন গ্লোবাল টিচার প্রাইজ প্রদান অনুষ্ঠানে অংশ নেন তারা। একফাঁকে সালমার সঙ্গে সেলফি তুলে ফেললেন অক্ষয়। টুইটার ও ইন্সটাগ্রামে সেলফিটি শেয়ার করে ৪২ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, সারাজীবন মনে রাখার মতো একটি সেলফি!

শিক্ষককের কাছে এটা নোবেল পুরস্কারের সমান। শিক্ষা পেশাকে সম্মান জানাতে একত্রিত হন বলিউড ও হলিউড তারকারা। এখানে আরও ছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী পরিণীতি চোপড়া। হলিউড থেকে হাজির ছিলেন অস্কারজয়ী অভিনেতা ম্যাথু ম্যাকোনাহে। এদিকে চলতি বছরের ১২ আগস্ট মুক্তি পাবে অক্ষয়ের নতুন ছবি রুস্তম। এতে আরও আছেন ইলিয়েনা ডিক্রুজ ও এশা গুপ্তা।

 


মন্তব্য