kalerkantho


সিদ্ধার্থ আমার ঘনিষ্ঠ বন্ধু : আলিয়া ভাট

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ০৯:৪৮সিদ্ধার্থ আমার ঘনিষ্ঠ বন্ধু : আলিয়া ভাট

আলিয়া ভাট স্টুডেন্ট অব দ্য ইয়ারে তার সঙ্গে অভিষিক্ত সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন বলে বলিউডে খবর ছড়িয়ে পড়েছে। তবে মহেশ ভাটের কন্যা জানিয়েছেন সিদ্ধার্থ শুধু তার ঘনিষ্ঠ বন্ধু। ১৭ বছর বয়সে সিদ্ধার্থের সঙ্গে করন জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ারে অভিষিক্ত হয়েছিলেন আলিয়া।

এরপর থেকে অনেকবারই শোনা গেছে যে তিনি তার থেকে ৯ বছরের বড় সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন। তবে বরাবরের মতো সেটা কখনো স্বীকার করেননি আলিয়া।

এবারও এই খবর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার পরে সেটি অস্বীকার করে আলিয়া বলেন, আমি সব সময় এটা পরিষ্কার ভাবে বলে এসেছি যে সিদ্ধার্থ আমার ঘনিষ্ঠ বন্ধু এবং সব সময় সে থাকবে।

 


মন্তব্য