kalerkantho

বৃহস্পতিবার । ১৯ জানুয়ারি ২০১৭ । ৬ মাঘ ১৪২৩। ২০ রবিউস সানি ১৪৩৮।


এবার সেলুলয়েডে জীবনানন্দ দাশ

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৬ ২২:০৫এবার সেলুলয়েডে জীবনানন্দ দাশ

এবার চলচ্চিত্রে জীবনানন্দ দাশ। পরিচালক তৌকির আহমেদ। ছবির বিষয় নিয়ে গবেষণা চলছে, তবু তৌকির আশাবাদী আগামী বছরই শুটিং শুরু করতে পারবেন। কবি জীবনের নানা খুঁটিনাটি এই ছবির কথাবস্তু। বরিশালে কলেজে পড়া থেকে দিল্লিতে চাকরি এবং কলকাতায় কবির জীবনের অভিজ্ঞতা, সব কিছুই থাকবে। তৌকির জানিয়েছেন, এটি তাঁর জীবনের একটি স্বপ্নের প্রকল্প। আগে তানভির মোকাম্মেলের ছবিতে অভিনয় করেছেন, কাজ করেছেন সহ পরিচালক হিসেবেও। তৌকিরের পরিচালিত ছবি জয়যাত্রা ২০০৪ সালে বাংলাদেশের জাতীয় পুরস্কার পায়। বাংলাদেশের টেলিভিশনে অন্যমত জনপ্রিয় এই অভিনেতার এটি পঞ্চম ছবি। এখনো অভিনেতা নির্বাচন হয়নি, শুটিং করতে হবে ভারত বাংলাদেশের একাধিক জায়গায়। আপাতত তাই তৌকিরের চিন্তা প্রযোজক নিয়ে। এই ধরনের ছবিতে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারী খুঁজে পাওয়া খুব সমস্যা, মনে করছেন তৌকির।

সূত্র: আজকাল 


মন্তব্য